West Bengal: সরকারি কর্মীদের জন্য সুখবর! চিকিৎসাতে বিশেষ প্রকল্প শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার

নিজস্ব  সংবাদদাতা: পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের জন্য সুখবর! সকল কর্মীদের জন্য এক বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করলো রাজ্য সরকার। এবার থেকে চিকিৎসায় লাগবে না কোনও রকমের খরচ। তবে, ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস মোডে হবে এই চিকিৎসা। এর বাইরে খরচের টাকা হাসপাতালের নিয়ম মেনেই দিতে হবে কর্মীদের। 

তবে,  আপাতত এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে এই পরিষেবা দেওয়া হবে। কিন্তু মনে রাখা দরকার, পশ্চিমবঙ্গ হেল্থ স্কিম নামে যে সরকারি যোজনা আছে, তার আওতায় ভিতরে এই সুবিধা পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সাল পর্যন্ত চালু থাকছে এই সুবিধা।

 এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়েছে যে, বড় কেবিনে থাকার প্রতিদিনের খরচ ৪০০০ টাকা। একা ছোট কেবিনের খরচ ২৫০০ টাকা, দ্বিশয্যা যুক্ত বড় কেবিনের খরচ ২০০০ টাকা হবে। এর পাশাপাশি, রোগীদের ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। তবে, কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হতে পারে রোগীর পরিজনদের। বলা যেতে পারে, পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের বহু সরকারি কর্মীরা।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন