ফেব্রুয়ারি মাসে 11 দিন বন্ধ থাকবে ব্যাংক ; দেখে নিন তালিকা


নিউজ ডেস্ক: ফেব্রুয়ারিতে রবি এর ক্যালেন্ডার অনুযায়ী, পুরো 11 দিন বন্ধ থাকবে ভারতের সব ব্যাঙ্ক। আগামী মাসে ব্যাঙ্কের ছুটিগুলিতে মোট তিনটি ভাগে ভাগ করেছে RBI। এর মধ্যে প্রথমেই থাকছে NI অ্যাক্টে ছুটি। যা রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের কারণে দেওয়া হয়। দ্বিতীয়টি রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলি ডে। এছাড়াও ব্যাঙ্ক ক্লোজিং অফ অ্য়াকাউন্টের জন্য ছুটি থাকবে। যাবতীয় ছুটির দিনগুলি বিস্তারিত বিবরণ দিয়ে অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে RBI। দেখে নিন সেই তালিকা। 

4 ফেব্রুয়ারি রবিবার

10 ফেব্রুয়ারি দ্বিতীয় শনিবার

11 ফেব্রুয়ারি রবিবার

14 ফেব্রুয়ারি সরস্বতী ( শুধুমাত্র কলকাতা, আগরতলা ও ভুবনেশ্বরে ব্যাঙ্ক বন্ধ)

15 ফেব্রুয়ারি লুই-নাগাই-নি (শুধুমাত্র ইম্ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক)

18 ফেব্রুয়ারি রবিবার

19 ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী ( শুধুমাত্র মহারাষ্ট্রের বেলাপুর, মুম্বই ও নাগপুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক)

20 ফেব্রুয়ারি রাজ্য দিবস (শুধুমাত্র আইজল ও ইটানগরে ব্যাঙ্ক বন্ধ)

24 ফেব্রুয়ারি চতুর্থ শনিবার

25 ফেব্রুয়ারি রবিবার

26 ফেব্রুয়ারি নয়োকুম উৎসব (শুধুমাত্র ইটানগরে ব্যাঙ্ক বন্ধ)

প্রসঙ্গত উল্লেখ্য যে, এই দিনগুলিতে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকলেও তাঁদের অনলাইন পরিষেবা যথারীতি চালু থাকবে। ফলে ATM ও UPI পরিষেবা সহজেই ব্যবহার করতে পারবেন সকলে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন