আরেকবার সফল ইসরো(ISRO); হ্যালো অরবিটের নির্দিষ্ট বিন্দুতে পৌছালো আদিত্য এল ১

 

নিউজ ডেস্ক: চন্দ্রাযান ২ এর সাফল্যের পর  আবারো একধাপ এগিয়ে গেল ইসরো। কিছু মাস আগে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে পা দিয়েছিলো ভারত। এবারে আবার পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে মহাকাশের শনিবার বিকেল ৪টে নাগাদ হ্যালো অরবিটের নির্দিষ্ট বিন্দুতে পৌছালো আদিত্য এল ১ (Aditya L1)। এই প্রথম সূর্যের এতটা কাছে পৌঁছাতে পারল ভারত। ১২৫ দিনের বেশি সময় ধরে ১৫ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে মহাকাশ যান আদিত্য এল-১।   

শনিবার আদিত্য এল-১-এর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর ইসরো চেয়ারম্যান এস সোমনাথ বলেন, “সৌর মিশন, আদিত্য-এল১ কেবল ভারতের জন্য নয়, সমগ্র বিশ্বের। সূর্য সম্পর্কে আমাদের সকল বিজ্ঞানীদের ভাবনা বুঝতে এটি সাহায্য করবে।” তিনি জানান, “হ্যালো অরবিট হল একটি কক্ষপথ, যা L1 বিন্দুর চারদিকে ঘোরে। যার আকার একটি ডিমের মতো।” এর পাশাপাশি কক্ষপথ থেকে মহাকাশযানের পরিমাপ, গতিবেগ- সবকিছুর গাণিতিকভাবে সুক্ষ্ম বিশ্লেষণ করে আদিত্য এল১ নির্দিষ্ট বিন্দুতে বসানো হয়েছে। এমনটাই জানান তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ এর ৩ সেপ্টেম্বর সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেয় আদিত্য এল-১। বর্তমানে যেখানে সেটি প্রতিস্থাপন করা হল সেখান থেকে সূর্যের স্পষ্ট ছবি পাওয়া যাবে ও তার সম্পর্কে আরো নতুন গবেষণার কাজ সহজ হবে বলে মনে করছেন ইসরোর বিজ্ঞানীরা।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন