নিউজ ডেস্ক: সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর আক্রমণ ও তদন্ত বাধা দেওয়ার প্রতিবাদে হাওড়া ব্রিজ অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। গত শুক্রবার, রেশন দুর্নীতি মামলায়, সন্দেশখালিতে অভিযান চালায় ইডি। তদন্ত করার সময় ইডি,সিআরপিএফ জওয়ান থেকে শুরু করে সংবাদমাধ্যম সবাই আক্রান্ত হয়েছেন এই ঘটনায়। যার প্রতিবাদে হাওড়া ব্রিজ অবরোধ করে বিজেপি।শুধু তাই নয়, মাঝ রাস্তায় বসে প্রতিবাদ দেখান তাঁরা।
গতকাল বিকেল বেলা হাওড়ার কিছু বিজেপির কর্মীরা মিলে এই মিছিল করেন। তাঁদের কর্মীদের একটাই দাবি, অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। একই সঙ্গে জ্বালানো হয় মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুলও। এদিন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই জানান , “কেন্দ্রীয় তদন্তকারীরা কি চোরেদের ধরবে না ? তৃণমূল চোরেদের দল। এর বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গে প্রতিবাদ হচ্ছে।”
প্রসঙ্গত, বিজেপির এই অবরোধের জন্য শনিবার বিকেলে হাওড়া ব্রিজের আগে ব্যাপক যানজট সৃষ্টি হয়। যদিও কিছু ঘন্টার পর বিক্ষোপ উঠে গেলে আবার স্বাভাবিক হয় যান চলাচল।