নিউজ ডেস্ক: বর্ধমানের কেতুগ্রাম থানার গোমাই গ্রামে পিকনিক করে ফেরার পথে জেনারেটরে মাথার চুল আটকে মৃত্যু হল দশম শ্রেণির এক ছাত্রীর। তাঁর নাম ঝুমা দাস বয়স ১৫। পিকনিকে গিয়ে এরম দুর্ঘটনা ঘটে যাবে তা কল্পনা ও করতে পারেনি কেউ। যার ফলে পিকনিকের আনন্দ বদলে নেমে এলো শোকের ছায়া।
সূত্রের খবর অনুযায়ী, ঝুমা তাঁর বন্ধু ও প্রতিবেশীদের সাথে পাশের গ্রামের একটি রেলসেতুর নিচে পিকনিক করতে গিয়েছিল সে। পিকনিকে আনন্দ করে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। মোটর ভ্যানে চলন্ত জেনারেটরের পাশে বসেছিল ঝুমা। তাতেই ঝুমার মাথার চুল জড়িয়ে ভ্যান থেকে ছিটকে পড়ে ঝুমা। সঙ্গে সঙ্গে জেনারেটর বন্ধ হয়ে যায়। আরও জানা গিয়েছেও, বাড়ি ফেরার সময় জেনারেটরের সাহায্যে মাইক বাজিয়ে চলছিল নাচ গান। ও বসতে যাওয়ার সময় তার মাথার চুল খোলা ছিল। তাতেই তার মাথার চুল জড়িয়ে গিয়ে ঘটে বিপত্তি। সঙ্গে সঙ্গে ঝুমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।