নিউজ ডেস্ক: শুক্রবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করলো বিসিসিআই (BCCI)। এই দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই ও সহ অধিনায়ক থাকবেন জসপ্রীত বুমরাহ।
এই দলে জায়গা পেলোনা ঈশান কিষান। তাঁর বদলে এলো ধ্রুব জুরেল। এদিকে দক্ষিণ আফ্রিকায় বিরুদ্ধে খারাপ পারফরম্যান্স করায় বাদ পড়লেন প্রসিধ কৃষ্ণ। তাঁর বদলে দলে জায়গা পেলেন আবেশ খান। সূত্র অনুযায়ী, ভারতের পেসার মহম্মদ শামি এখনও ফিট হয়ে উঠতে পারেননি। ফলে প্রথম দুই টেস্টের দলে তাঁকেও দলে রাখা হয়নি। অভিজ্ঞ চেতেশ্বর পূজারা রঞ্জিতে দ্বিশতরান করার পরেও জায়গা পেলোনা দলে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতীয় দল:
রোহিত শর্মা (C), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, কেএস ভরত, ধ্রুব জুরেল, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরাহ (VC), আবেশ খান।
উল্লেখ্য যে,আগামী ২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারত ।