নিউজ ডেস্ক: এদিন কোচবিহারে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী ভাষার ২১০টি স্কুলের উদ্বোধন করলেন। ইতিমধ্যেই প্রাথমিক স্তরে রাজবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এবার আজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার জেলার রাসমেলা ময়দান থেকে রাজবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন যা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক বলে মনে করছেন অনেকে। এদিকে রাজবংশী সম্প্রদায়ের এই দাবি বামফ্রন্টের জমানায় পূরণ হয়নি। তবে সোমবার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করার পর তাঁকে বিশেষ কৃতজ্ঞতা জানান রাজবংশী সম্প্রদায়ের মানুষ।
এদিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ আমি একটা বড় কাজ করলাম। অনেকগুলি ছোট ছোট রাজবংশী স্কুল আছে। সেগুলি সরকারি কোনও সুবিধা পেত না। ২১০টি স্কুলকে রাজ্য সরকারি স্বীকৃতি দিয়ে গেলাম। এবার থেকে রাজবংশী স্কুলের শিক্ষকরা সরকারি স্কুলের মতো বেতন পাবেন। পড়ুয়ারাও সব ধরনের সুবিধা পাবেন।"
জানা যাচ্ছে, এই স্কুলগুলিতে প্যারাটিচারদের আপাতত শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। পরবর্তী ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজবংশী ভাষায় পড়ানোর স্কুল শিক্ষক নিয়োগ করা হবে।