নিউজ ডেস্ক: রাজস্থানের জয়পুরে পেটের ভিতর থেকে উদ্ধার হলো একটি আস্ত মোবাইল। যা নিয়ে অবাক সকলেই। ঘটনাটি ঘটেছে রাজস্থানের সওয়াই মানসিংহ হাসপাতালে। যেখানে এক রোগীর পেট পরীক্ষা করতে গিয়ে মোবাইল ফোন ধরা পরে। ধরা পড়তেই দেরি না করে চিকিৎসকরা অস্ত্রোপচার করে রোগীর পেট থেকে বের করেন ওই মোবাইলটি।
সূত্র অনুযায়ী এই রোগী ছিলেন একজন বিচারাধীন বন্দি। কাজেই আশঙ্কা করা যাচ্ছে যে, মোবাইলটি সেই বন্দি গিলে ফেলে থাকতে পারেন। আসলে কারাগারে সাধারণত মোবাইল ফোন চেক করা হয়। যার ফলে, বন্দিরা প্রায়শই তাঁদের মোবাইল লুকনোর চেষ্টা করেন। হয়তো সেই কারণেই ঘটেছে এই ঘটনা। যদিও জয়পুর জেল প্রশাসনের তরফ থেকে এখনো কোন বিবৃতি আসেনি। উল্লেখ্য, সার্জারির পর সেই ব্যক্তি এখন সুস্থ আছে এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।