নিউজ ডেস্ক : সুপার হিট ফিল্ম 'প্রধান' এর পর আসছে দেবের অভিনীত ‘খাদান’। আপাতত জানা যাচ্ছে দেবের 'খাদান' নিয়ে চলছে জোর চর্চা। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের পর কয়লা মাফিয়া হয়ে দেখা যাবে দেবকে! এবার তাঁর বিপরীতে থাকতে পারেন ইধিকা পাল। তথ্য সূত্রে জানা যাচ্ছে, ইধিকার পরিবর্তে 'প্রধান' ছবির নায়িকা সৌমিতৃষা থাকতে পারেন । তবে সুজিত রিনো দত্তের পরিচালিত এই ছবি একটি বাণিজ্যিক ছবি । এছাড়াও 'খাদান' নিয়ে জানা যাচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ খবর।
সূত্রের মারফত জানা যাচ্ছে, দেবের অভিনীত 'খাদান' মাল্টিস্টারের ছবি হতে চলেছে। দেবের এই ছবিতে তার সাথে থাকতে পারেন যিশু সেনগুপ্ত, বনি সেনগুপ্ত। যদিও এবিষয়ে নিয়ে ছবির প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস তথা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে থেকে কোনো প্রকার তথ্য সামনে আসেনি ।
গত ১ জানুয়ারি, দেব সোশ্যাল মিডিয়ায় তার ছবি (খাদান) এর ফার্স্ট লুক প্রকাশ করেন। যাতে দেবকে লাল টিশার্ট আর গলায় গামছা জড়িয়ে দেখা যায় তার সঙ্গে পরেছিলেন কালো প্যান্ট। তাঁর হাতে ছিল একটি কুড়ুল। মুখ গোপানে থাকলেও এটা পরিষ্কার ছিল যে তাঁর চেহারা রুক্ষ। দেব ক্যাপশানে লেখেন, ‘এটা বর্তমান সময়ের সবচেয়ে পরীক্ষামূলক ছবিগুলির মধ্যে একটি। আমার পরবর্তী ছবি খাদান …২০২৪-এ আসছে। শুভ নববর্ষ। দেখা যাক কী হয়!'।