নিউজ ডেস্ক: রাজ্যে সকালের দিকে অল্প ঠান্ডা হলেও বেলা বাড়তেই ঠান্ডা উধাও হয়ে হচ্ছে। এরই মধ্যে হাওয়া বদলের খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার ফলেই এমন আবহাওয়া আর সেই জন্য, আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পূর্বাভাসের সাথে হলুদ সতর্কতা জারি করেছে। আগামী চার - পাঁচদিন ঠান্ডা ফেরার কোনও সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।
খবর অনুযায়ী, বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার।
Tags
Weather Report