নিউজ ডেস্ক : গত ১৭ ডিসেম্বর অনূর্ধ্ব ১৭ যুব লিগের ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। যেখানে ইস্টবেঙ্গলের কাছে মোহনবাগান ০-৪ ব্যবধানে হেরেছিল। ম্যাচ শেষে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে মোহোণবাগান লিখিত অভিযোগ করে যে, বেশি বয়সের ফুটবলার খেলিয়েছে ইস্টবেঙ্গল। ফলে ইস্টবেঙ্গলকে কড়া শাস্তির পাশাপাশি বড় অঙ্কের জরিমানা করা হবে বলেই জানা যাচ্ছে। সূত্র অনুযায়ী এই অভিযোগ সঠিক হলে পয়েন্ট কাটা হতে পারে দলের। পাশাপাশি অন্তত ৬০ হাজার টাকা জরিমানা করা হতে পারে। ও যে প্লেয়ারদের নিয়ে এই অভিযোগ উঠেছে, তাদের চার বছরের জন্য নির্বাসিত করা হতে পারে।
উল্লেখ্য, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে ফুটবলারের নাম নথিভূক্ত করানো বাধ্যতামূলক। ইস্টবেঙ্গলের শাস্তি প্রসঙ্গে সর্বভারতীয় ফুটবল সংস্থার একজন জানান,"ইস্টবেঙ্গলের পয়েন্ট কাটা যাবে। যে প্লেয়ারদের নিয়ে প্রশ্ন উঠেছে,তারা যে ম্যাচে খেলেছেন, সেই ম্যাচের পয়েন্ট পাবে না ইস্টবেঙ্গল। প্লেয়ারদের ভাগ্য নির্ভর করছে। শুধুমাত্র জরিমানা করেই ছেড়ে দেওয়া হবে নাকি নির্বাসিত করা হবে, এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।"