নিউজ ডেস্ক: মণিপুরের পার্বত্য এলাকায় অপহরণ করে খুন করা হলো ৪ জনকে। জঙ্গলে পাওয়া উদ্ধার করা হলো তাদের মৃতদেহ গুলি। পুলিস সূত্রের খবর, মৃতেরা সকলেই বিষ্ণুপুর জেলার আকাসোই গ্রামের বাসিন্দা ছিলেন। বুধবার গ্রামের কাছেই জঙ্গলে কাট কুড়োতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু জঙ্গল থেকে আর বাড়ি ফেরার সময়ই তাদের খুন করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে , জঙ্গলে কাঠ কুড়োনোর সময়ে কোনওভাবে দুই জেলার সীমান্তে চলে যান তাঁরা। এরপর ৪ জনকে প্রথমে অপহরণ, তারপর খুন করে জঙ্গিরা। এদিকে এই ঘটনার পর দুই জেলার মধ্যে 'বাফার জোনে'র নজরদারি নিয়ে উড়ছে প্রশ্ন।