নিউজ ডেস্ক: গায়ক রূপম ইসলামের অনুষ্ঠান ঘিরে তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয় কালনায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কার্যত লাঠিপেটা শুরু করতে হয় কালনা থানার পুলিশ কে। লাঠির ঘায়ে আহত হওয়ারও খবর পাওয়া গেছে। অস্ত্র সহীত আটক হন চারজন অভিযুক্ত। তবে গানের অনুষ্ঠানে তারা অস্ত্র নিয়ে কী কারণে এসে ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে ।
গত বুধবার অন্যান্য জেলার মতো পূর্ব বর্ধমানের কালনাতেও ‘খাদ্য পিঠে-পুলি’ উৎসব আয়োজিত হযেছিল। যাতে উপস্থিত ছিলেন রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলস। সন্ধ্যে থেকেই গান শোনার জন্য মাঠের প্রচুর মানুষ ভিড় করেন। গায়ককে এক ঝলক দেখার জন্য মাঠের বাইরেও ভিড় জমো করেন সাধারণ মানুষ। যার জন্য পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে য়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছয় কালনা থানার পুলিশ। ভিড় কমানোর নির্দেশ প্রথমে দেওয়া হলেও সেখানে উপস্থিত একাংশ জনতা সেই নির্দেশ পালন করেননি । যার জন্য কালনা থানার পুলিশকে লাঠিপেটা করতে হয় বলে জানা যায় ৷
কালনার বিধায়ক দেব প্রসাদ আয়োজিত পিঠে পুলি উৎসবের একটি কমিটিও রয়েছে। লাঠিচার্জের বিষয়ে কালনার বিধায়ক দেব প্রসাদ বাগ এর বক্তব্য ,”অনুষ্ঠানে কেউ অস্ত্র হাতে এলে কী পুলিশ ছেড়ে দেবে।”