নিউজ ডেস্ক: সংক্রান্তির আগে জাঁকিয়ে শীত পড়লো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুধু পশ্চিমাঞ্চলগুলি নয়, তার সাথ কলকাতাতেও একই অবস্থা। ভোরবেলা ও সন্ধ্যার পর কুয়াশা ছড়িয়ে পড়ছে চারিদিকে। যার ফলে যানবাহন চালাতেও অসুবিধায় পড়তে হচ্ছে চালকদের। সকালের দিকে আকাশও মেঘলা থাকছে ও চলছে জোরে হাওয়া। তার মধ্যেই মাঝে মাঝে রোদের দেখা পাওয়া যাচ্ছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আপাতত শেষ হতে চলেছে জাঁকিয়ে শীতে। দ্রুত হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বুধবার ও বৃহস্পতিবার সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু এই শীতের বৃষ্টিতে আলু ও সব্জি চাষে ক্ষতির সম্ভাবনা রয়েছে।