নিউজ ডেস্ক: আমাদের পরিচিত বইমেলা, খাদ্যমেলা, ফুলের মেলা, মিলন মেলা আরও অনেক মেলার সঙ্গে এক বিশেষ ধরনের মেলা হুগলিতে চলছে, তা হলো ‘আলুর দমের মেলা’। হুগলির জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামের আলুর দমের মেলা’-কে ঘিরে সকাল থেকেই হাজার হাজার মানুষের ভিড় জমা হতে দেখা যায় । মূলত বেশ কয়েক দশক ধরে মকর সংক্রান্তির দিনে এই গ্রামে আলুর দমের মেলা বসে।
এই মেলাকে সম্প্রীতি মেলা হিসেবেও ধরা হয়। কারণ, একদিকে মুসলিম ধর্মালম্বীদের পীরের মেলা চলে এবং অপরদিকে একই স্থানে আরাধনা করা হয় গঙ্গা দেবীর। এ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া দামোদর নদে মকর সংক্রান্তির দিনে বহু মানুষ পূণ্যস্নান সেরে এই মেলায় যোগদান করেন। পূণ্যস্নান সেরেই প্রথমে তারা খাদ্য হিসাবে গ্রহণ করেন আলুর দম দিয়ে মুড়ি। সেই আলু সদ্য তোলা হয় জমি থেকে।
নতুন আলু দিয়ে তৈরি বিভিন্ন ধরনের আলুর দম বিক্রি করা হয় মেলা প্রাঙ্গনে। এছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের দোকানও দেখা যায় , যেমন, কোথাও বেতের বোনা বিভিন্ন সামগ্রীর দোকান , বাঁশের তৈরি ঝুড়ির দোকান আবার কোথাও কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির দোকান। এছাডাও ছোটদের মনোরঞ্জন করার জন্য রয়েছে মেলার বিশেষ আকর্ষণ নাগরদোলা।পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের স্টল অপরদিকে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার দোকান। দীর্ঘ দু থেকে আড়াইশো বছর ধরে এই মেলা চলছে বলেই জানা যায়। মেলা উপলক্ষে প্রশাসনের তরফ থেকে একধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে , মেলায় দুর্ঘটনা এড়াতে বা চুরি,ছিনতাইয়ের মত ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন করা হয়েছে মেলা প্রাঙ্গনে। আবার পঞ্চায়েতের তরফ থেকেও একাধিক সেবা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মেলায় আসা সাধারণ মানুষের জন্য।
মেলা কমিটির সদস্য জয়দেব শীল বলেন, "এই মেলা একদিনেরই। বহু মানুষের সমাগম হয় এই মেলা ঘিরে। নানান আলুর দমের স্টলে এসে মানুষ খাবার খান। মেলাকে ঘিরে বহু সম্প্রদায়ের মানুষ এক হন। এই মেলা কিন্তু শীতের দিনে আপনাকে অন্যরকম স্বাদ দেবে। একবার হলেও এই মেলায় আসার জন্য় আমরা সবাইকে বলব।"