নিউজ ডেস্ক : ঐতিহাসিক শতরানে মাধ্যমে রোহিত শর্মার ভারত হারাল আফগানিস্তানকে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৷ বেঙ্গালুরুর পিচে ২১৩ রানের লক্ষ্য পূরণ করা খুব একটা কঠিন ছিল না। গুরবাজ ও জাদরান আফগানিস্তানের শুরুটাও ভাল করেছিল। কিন্তু ওয়াশিংটন সুন্দর এর বলিং ভারতকে ম্যাচে ফেরায় ৷ ১৮ রানের পরিবর্তে তিনি তিন উইকেট নেন । তবে ভারতের জয়ের নিশ্চিত হওয়ার সময় মাত্র ২৩ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে খেলেন গুলবদিন নাইব (Gulbadin Naib)। আবার ৪০ ওভার শেষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ টাই হয় যায় ৷
সুপার ওভারে আফগানিস্তান ১৬ রান তোলে এবং শেষ বলে ভারতের জয়ের জন্য দুই রানের প্রয়োজন ছিল তাই রোহিতকে রিটায়ার্ড আউট করিয়ে তার পরিবর্তে রিঙ্কু সিংহকে মাঠে নামানো হয়। তারপরও ভারত মাত্র এক রানই তোলে তাই আবার ম্যাচ টাই হয়। কিন্তু ভারত দ্বিতীয়বার সুপার ওভারে ব্যাট করতে নেমে মাত্র ১১ রান তোলে। বিষ্ণোই তিন বলে মাত্র এক রান দিয়ে দুই উইকেটই নেন এবং ম্যাচ জিতে নেয় ভারত।