নিউজ ডেস্ক: আগামী সপ্তাহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে ৷ বৃষ্টির প্রভাব পড়তে পারে কলকাতাতেও। কিন্তু তার আগে পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে না বঙ্গে। শীতের আমেজ বজায় থাকবে সকলস্থানে ।
কলকাতা-সহ বিভিন্ন জেলা হাড়কাঁপানো ঠান্ডা অনুভূতি হচ্ছে। শীতে জোরশোর অবস্থা বঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দফতর থেকে রবিবার দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শৈত্যপ্রবাহ হতে পারে দু’টি জেলায়— পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা হয় ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যেটি স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস। রবিবারও সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে অনুমান । হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা পার্থক্য লক্ষ্য করা যাবে না।