নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে মুম্বাই থেকে আগত এক বিমান অসমের গুয়াহাটি বিমানবন্দরে নামার পরিবর্তে নামলো বাংলাদেশের রাজধানী ঢাকায়। যদিও গুয়াহাটি থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত ঢাকা বিমানবন্দর। উপায় না পেয়ে ৪০০কিমি দূরেই অবতরণ করতে হলো বিমানের যাত্রীদের।
যেহুতু এটি একটি অন্তর্দেশীয় বিমান ছিল তাই কোন যাত্রীর কাছেই তাঁদের ভিসা ও পাসপোর্ট ছিল না।ফলে দীর্ঘক্ষণ ধরে বিমানের মধ্যেই বসে থাকতে হয় তাঁদের। সূত্রের খবর, বিমানটি গতকাল রাত সাড়ে ৮ টার সময় মুম্বই বিমানবন্দর থেকে ছাড়ে এবং সেটি রাত সাড়ে ১০টা নাগাদ গুয়াহাটিতে অবতরণ করার কথা ছিল। কিন্তু, ঘন কুয়াশা থাকায় সেখানে অবতরণ করতে পারেননি চালক। পরে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে ঢাকা বিমানবন্দরে সেটি অবতরণ করার অনুমতি নেওয়া হয়। জানা যাচ্ছে, প্রায় নয় ঘণ্টারও বেশি সময় ধরে বিমানের মধ্যে থাকেন যাত্রীরা। তবে বিদেশের মাটিতে অবতরণ করার ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তাঁদের বক্তব্য, ভারতে গুয়াহাটির আশেপাশে অন্য কোনো বিমানবন্দরে ল্যান্ড করলে তাঁদের অনেক সুবিধা হতো। অন্তত তারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে সড়ক পথ বা ট্রেনে করে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারতো। কিন্তু ঢাকা বিমানবন্দরে অবতরণ করার ফলে ভিসা ও পাসপোর্ট ছাড়া তাঁরা কিছুই করতে পারছেন না। এর ফলে চরম সমস্যায় পড়েন যাত্রীরা।