নিউজ ডেস্ক : ২৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) তরফে ক্রিকেটারদের জন্য এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছিল। যেখানে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন ভারতীয় ওপেনার শুভমন গিল। পাশাপাশি লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার বা জীবধকৃতি সম্মান পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা হেড কোচ রবি শাস্ত্রী।
আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারত। তাই এই বছরের বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার (BCCI AWARDS) বিতরণী অনুষ্ঠান হলো হায়দরাবাদেই। যেখানে ভারতীয় দলের পাশাপাশি উপস্থিত ছিলেন সফররত ইংল্যান্ড দলের ক্রিকেটাররা।
উল্লেখ্য, সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, বিরাট কোহলির পরে ভারতীয় ব্যাটার হিসেবে আইসিসির ওয়ানডে ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বরে উঠে আসার কৃতিত্ব অর্জন করেছেন গিল। প্রসঙ্গত, ২০১৯ সালের পর অর্থাৎ পুরো চার বছর পরে ফের আয়োজন করা হচ্ছে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের।