নিউজ ডেস্ক : ভারতীয় রেলের শৌচালয় অপরিষ্কার থাকার অভিযোগ বহু বছরের। তবে, এবার শৌচালয় অপরিচ্ছন্ন থাকার জন্য দিল্লির একটি জেলা উপভোক্তা আদালত রেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
সূত্রের খবর, অভিযোগকারী তাঁর যাত্রার জন্য ২০২১ সালে নিউ দিল্লি থেকে ইন্দোর পর্যন্ত ৩ এসি টিকিট কেটেছিলেন। সকালে ফ্রেশ হওয়ার জন্য তিনি শৌচালয়ে যান। তখন তিনি দেখতে পান যে শৌচালয়গুলি নোংরা এবং হাত ধোয়ার মতো জলও সেখানে নেই। তাছাড়া বেসিনটিও নোংরা হয়ে পড়ে রয়েছে। কোনো রকম পরিষ্কারও করা হয়নি সেটা। এমনকি কোনও স্টাফ উপস্থিত না থাকায় অভিযোগকারী ভারতীয় রেলওয়ের অফিসিয়াল অনলাইন পোর্টাল ‘রেল মাদাদে’ ছবি সহ অভিযোগ জানায়। অভিযোগকারীর আরও দাবি, তাঁকে বাথরুম যাওয়ার জন্য প্রায় দু ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। যার ফলে প্রচুর শারীরিক চাপ, মাথাব্যথা এবং কাজ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তাই বর্তমান মামলার তথ্য ও পরিস্থিতি অনুযায়ী, শারীরিক ও মানসিক যন্ত্রণার কারণে ৩০০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।