নিউক ডেস্ক : গত কয়েকদিন ধরে রাজ্য পুলিশ চারদিকে খুঁজে ফেলেছে। তবুও খোঁজ পাওয়া যাচ্ছিলো না। তবে তার সম্ভাব্য জায়গার হদিশ দিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি জানান, শেখ শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন। উনি অসুস্থ ছিলেন। তবে এখন কোথায় আছেন তা পুলিশ ঠিক খুঁজে বের করবেই। অপরাধীকে কোনো মতে ছাড়া হবে না। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না। তিনি হয়তো বাইরে কোথাও আছেন।
তিনি আরও জানান, "শাহজাহান আত্মসমর্পণ করবেন কি না এটা তার সিদ্ধান্ত। আমি এসব জানি না। ইডির কাছে হাজিরা দিতে সমস্যা হলে সময় চেয়ে নিতে পারে। ইডি অনেককে সময় দিয়েছে। এক্ষেত্রেও সময় দিতে পারে।" তবে বিজেপি নেতৃত্বের দাবি, শাহজাহানকে কখন ধরা দিতে হবে সেটা ঠিক করবে তৃণমূল।