নিজস্ব সংবাদদাতা: ফোনের দোকান থেকে ফোন চুরি করে প্রেমিকাকে উপহার দিতে গিয়ে ধরা পড়লো প্রেমিক। ঘটনাটি হুগলির পোলবা থানা এলাকার। জানা গিয়েছে রাহুল মণ্ডল নামের ওই ছেলেকে ১৪ দিনের জেল হেফজতের রাখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত কয়েক দিন আগে মহানাদ গ্রাম পঞ্চায়েতের নাগারপাড়া গ্রামে গত ১৯ জানুয়ারি মোবাইলের দোকানে চুরি হয়। দোকানদার অভিযোগ দায়ে করলে, চুরির ঘটনা খতিয়ে দেখতে তৎপর হয় পুলিশ।
খোঁজ করার পর জানা যায়, প্রায় ৬টা ফোন চুরি হয়েছে ওই দোকান থেকে। চুরি হওয়া ফোনের IMEI নম্বর দিয়ে ট্র্যাকিং করলে, মহানাদ এলাকাতেইএক তরুণীর কাছে সেই ফোন রয়েছে বলে জানা যায়। পরে তরুণীকে জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্যি বেরিয়ে আসে।
মেয়েটি জানায়, রাহুল মণ্ডল নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। তাঁকে দামি ফোন উপহার দিতেই মোবাইলের দোকানে চুরি করে সে। এমনকী প্রেমিকার ভাইকেও একটি ফোন উপহারে দেয়। পুলিশের হাতে ধরা পড়তেই, বাকি চারটে ফোন তাঁর কাছ থেকে উদ্ধার করে বুধবার তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।