নিউজ ডেস্ক: আর কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষা। সম্প্রীতি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বদলের আর্জি জানিয়ে মামলা হলো কলকাতা হাইকোর্টে। শিক্ষা সংগঠনের দাবি, এই ভাবে হঠাৎ করে সময় এগিয়ে আনা হলে সমস্যায় পড়বে মাধ্যমিক পরীক্ষার্থীরা। বিশেষ করে যারা দূর থেকে আসে।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার পরীক্ষার নয়া নির্ঘণ্ট প্রকাশ করে বলা হয় মাধ্যমিক পরীক্ষার সয়য় ২ ঘণ্টা এগিয়ে আনা হবে। অন্য দিকে উচ্চ মাধ্যমে পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট। এর আগে মাধ্যমিক পরীক্ষা সকাল ১১টা ৪৫ মিনিট থেকে শুরু হতো। বর্তমানে তা করা হবে ৯ টা ৪৫ মিনিট থেকে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শুরু হবে বেলা ১২টার পরিবর্তে দুপুর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে।
দাবি করা শিক্ষা সংগঠনের রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেন , "মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলে হয় না। ফলে পড়ুয়াদের বাড়ির থেকে কিছুটা দূরের কেন্দ্রে যেতে হয়। প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষাকেন্দ্রগুলি বেশ দূরে হয়। অনেকেই পরীক্ষা কেন্দ্রে যেতে গেলে ট্রেনে করে যেতে হবে। ফলে তাঁরা সমস্যায় পড়বেন।"