নিউজ ডেস্ক : বর্ধমানে প্রশাসনিক সভা থেকে ফেরার পথে আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরার পথে তাঁর কনভয়ে একটি গাড়ি ঢুকে যায়। ফলে জোরে ব্রেক কষায় মাথায় আঘাত পান মমতা। কিন্তু মুখ্যমন্ত্রীর কনভয়ে হঠাৎ গাড়ি ঢুকে পড়ল কী করে তা নিয়ে উঠছে প্রশ্ন।
বুধবার হাওড়ার ডুমুরজলা থেকে এদিন হেলিকপ্টারে চেপে বর্ধমানে প্রশাসনিক সভায় রওনা দেন তিনি। কিন্তু ফেরার সময় আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টারে ফিরতে পারেনি। ফলে গাড়িতে চেপেই ফেরার রাস্তা ধরেন। তখনি ঘটে বিপত্তি। জানা গিয়েছে, জিটি রোডে গাড়ি ওঠার সময় অন্য দিক থেকে একটি গাড়ি তাঁর কনভয়ে হঠাৎই ঢুকে পড়ে। স্থানীয় সূ্ত্রে দাবি, মমতা বন্দোপাধ্যায় যে গাড়িতে ছিলেন, সেই গাড়ির সামনেই আচমকা অন্য একটি গাড়ি চলে আসে। তাতে তড়িঘড়ি সজোরে ব্রেক কষেন চালক। গাড়ির একেবারে সামনে, চালকের পাশের আসনেই বসে ছিলেন মমতা। আচমকা ব্রেক কষায় মাথার পাশে চোট পান। হাতেও সামান্য চোট পান। সঙ্গে সঙ্গে কনভয় দাঁড়িয়ে যায় ও একটু ধাতস্থ হয়ে ফের কলকাতার উদ্দেশে রওনা দেয়।