ইরানের তরফে দাবি করা হয়েছে বালোচিস্তানে জইশের দুটি ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে তা উড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের তরফে বলা হয়েছে ইরানের ওই পদক্ষেপ মেনে নেবে না পাকিস্তান। তাঁরা পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এর জন্য তাদের বড় মূল্য দিতে হবে। পাকিস্তান আরও দাবি করে, ইরানি মিসাইল হামলায় মৃত্যু হয়েছে ২টি শিশুর, আহত হয়েছে আরও ৩ শিশু। ওই হামলার পরেই কূটনৈতিক পর্যায়ে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান।