নিউজ ডেস্ক: ভারতের ৭৫তম সাধারণতন্ত্র দিবসে ভারতে অতিথি হয়ে এলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গতকাল রাজস্থানের জয়পুরে ম্যাক্রোঁ বিমান পৌঁছায়। এবং সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সারা দিন ছিলেন তিনি | এমনকী ম্যাক্রোঁকে শপিংয়ে নিয়ে যান মোদী এবং তাঁকে উপহার দেন 'রামমন্দিরের' ক্ষুদ্র সংস্করণ রেপ্লিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বন্ধুত্বের সম্পর্ক খুবই ভালো আর সেখানেই মোদীর সঙ্গে শপিং করার সাথে ফরাসি প্রেসিডেন্ট মাটির ভাঁড়ে চা খেলেন রাস্তার ধারে।
গত ২২ জানুয়ারি অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেছিলেন । সেই অনুষ্ঠান উপলক্ষে দেশের অনেক সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন অযোধ্যায়। সেই 'রাম উৎসবে' ই এবার উপস্থিত হলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর আগে গতবছর ১৪ জুলাই বাস্তিল দিবসে প্রধান অতিথি হিসেবে ফ্রান্সে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভারতের ৭৫তম সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এদেশে এলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।