নিউজ ডেস্ক : আজ একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সংহতি মিছিলে’ হাঁটছেন। অন্যদিকে, গৈরিক পোশাক পরে, গৈরিক পতাকা হাতে নিয়ে, মুখে ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মালদায় বিজেপি কর্মীদের সঙ্গে হাঁটলেন তৃণমূল কর্মীরাও।
মালদার হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েতের সদস্য সহ তৃণমূল নেতারা স্বেচ্ছায় শ্রীরামের মূর্তি পুজো দিয়ে শুরু হয় শোভাযাত্রা। এই শোভাযাত্রা হরিশ্চন্দ্রপুর থেকে শুরু হয়ে শেষ হয় গড়গড়িতে। দুই জায়গাতেই ধুমধাম করে শ্রী রামের পুজো করা হয়।
সেখানকার তৃণমূল নেতা ও কর্মীরা জানান, “আমরা হিন্দু। এখানে কোনও রাজনৈতিক ব্যাপার নেই। আমরা সকলে রাম ভক্ত। শ্রীরামকে সকলে ভালবাসি। রাজনীতির সঙ্গে আমাদের কোনও যোগ নেই। আর শ্রীরাম সকলের। উনি কোনও দলের নয়। আমরা আমাদের কাজ করব।”