নবাবপুর হাই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জয়ীরা পুরষ্কৃত

নিউজ ডেস্ক: সেখ আব্দুল আজিম চন্ডীতলা নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের নিজস্ব মাঠে ১১ই জানুয়ারি পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিত। বেশ কয়েকটি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উক্ত মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা। প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী জয়ীদের পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক ফাঁসহুর রহমান সিদ্দিকী এছাড়া মাদ্রাসার আজীবন সদস্য চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সমাজসেবী সেখ মোশারফ আলি ছড়াও উক্ত মাদ্রাসার পরিচালনা কমিটির সম্পাদক সভাপতি নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকা এছাড়াও বিশিষ্ট গুণীজনেরা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত হয়ে নিজেকে ধন্য বলে মনে করেন সকলেই। ১৩ই জানুয়ারি মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রসঙ্গত সেখ মোশারফ আলী তিনিও হিট দা উইকেট অংশগ্রহণ করে জয়ী হন এছাড়াও প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক ও জয়ী হোন। দুই দিনের ক্রীড়া প্রতিযোগিতায অংশগ্রহণ জয়ীদের পুরস্কৃত করা হয় পাশাপাশি সেখ মুশরাফ আলীকেও পুরস্কৃত করা হয়। দুই দিনের অনুষ্ঠানে সকলেই ভীষণ আপ্লুত। উল্লেখ্য সাংবাদিক সেখ আব্দুল আজিমকে পুষ্পস্তক মোমেন্টো

 দিয়ে সম্মান প্রদান করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে সেখ আব্দুল আজিম নবাবপুর হাই মাদ্রাসার উচ্চ মাধ্যমিকের সকলের প্রতি ভুয়াচি প্রশংসা করেন। প্রধান শিক্ষক জনাব ফাসিহুর রহমান সিদ্দিকী সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে দুই দিনের ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘোষনা করেন।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন