নিউজ ডেস্ক : রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান ঘিরে যেমন আনন্দ দেখা যাচ্ছে বহু রাজ্যে তেমনই খোপ চরমে উঠেছে দক্ষিণ ভারতে। রামলালা প্রাণপ্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার নিষিদ্ধ হয়েছে তামিলনাড়ুতে। এক সোশ্যাল মিডিয়া বার্তায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লেখেন, "২২ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা অযোধ্যা রামমন্দির অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখা নিষিদ্ধ করেছে তামিলনাড়ু সরকার। তামিলনাড়ুতে শ্রী রামের ২০০টিরও বেশি মন্দির রয়েছে। রাজ্য সরকার পরিচালিত মন্দিরগুলিতে শ্রী রামের নামে কোনও পুজো, ভজন করার অনুমতি নেই। মন্দিরে প্রসাদ, অন্নদানম বিলি করার অনুমোদনও নেই। পুলিশ গিয়ে গিয়ে মন্দিরগুলিকে অনুষ্ঠান আয়োজন করা থেকে বিরত রাখছে। তারা আয়োজকদের প্যান্ডেল ছিঁড়ে ফেলার হুমকি দিচ্ছে। এই হিন্দু বিরোধী, ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।"
আরেকটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, " অযোধ্যার অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দিতে তামিলনাড়ু সরকার অনানুষ্ঠানিকভাবে আইন-শৃঙ্খলার সমস্যার কথা উল্লেখ করছে। এই দাবি ভুয়ো ও ভ্রান্তিমূলক! অযোধ্যা রায়ের দিন কোনও আইনশৃঙ্খলার সমস্যা ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, সেদিনও কোনও সমস্যা হয়নি। তামিলরা স্বেচ্ছায় রামের উৎসবে অংশগ্রহণ করেন। হিন্দু-বিরোধী ডিএমকে-কে এই বিষয়টা নাড়িয়ে দিয়েছে।"
কিন্তু নির্মলার এমন দাবি নাকচ করেছেন তামিলনাড়ুর হিন্দু ধর্মীয় দাতব্য মন্ত্রী শেখর বাবু। তিনি বলেন, "সালেমে অনুষ্ঠিত ডিএমকে-র যুব সম্মেলনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পিত গুজব ছড়ানো হচ্ছে পুরোদমে। সরকারের তরফ থেকে তামিলনাড়ুর কোনও মন্দিরে রামের নামে পুজো করতে, ভজন করতে বা প্রসাদ দেওয়ার ওপর কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। এটা খুবই দুঃখজনক যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতো উচ্চ পদে থেকে নির্মলা সীতারামন এই অসত্য ও উদ্দেশ্যমূলক মিথ্যা বার্তা ছড়াচ্ছেন!"