নিউজ ডেস্ক: অযোধ্যায় রাম মন্দিরের জন্য দেশে নানা প্রান্ত থেকে এসেছে রামলালার জন্য উপহার। ইতিমধ্যেই ১০১ কেজি সুন্দরবনের মধু পাঠিয়েছেন দিলীপ ঘোষ। এবার দক্ষিণ দিনাজপুর থেকে ১১ কুইন্টাল ভালো গোবিন্দভোগ চাল পাঠালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
বালুরঘাটে বিজেপির জেলা পার্টি অফিস থেকে বস্তা বোঝাই চাল নিয়ে এদিন অযোধ্যার উদ্দেশ্য়ে রওনা দিল। তিনি জানান, রামমন্দিরে ভোগের জন্যই গোবিন্দভোগ চাল পাঠানো হয়েছে। শুধু তাই নয় রাজস্থান থেকে আনা হয়েছে ৯ বছর ধরে তৈরি করা ৬০০ কেজি ঘি। সেই ঘি দিয়েই হবে প্রথম আরতি। বৃন্দাবন থেকে এসেছে লাড্ডু। সূত্রের খবর মন্দির উদ্বোধনের পর ভক্তদের প্রসাদী হিসাবে ১ হাজার ১১১ মণ লাড্ডু দেওয়া হবে।