নিউজ ডেস্ক: মিড ডে মিলের রন্ধন কর্মীরা বারো মাস কাজ করলেও মাত্র ১০ মাসের মজুরি পান। তাঁদের দাবি কেন্দ্র এবং রাজ্য দুই সরকারেরই বঞ্চনার শিকার তাঁরা। প্রায় দশ বছর ধরে তাদের মজুরি বৃদ্ধি করা হয়নি। বেশ কয়েকটি রাজ্য নিজেদের উদ্যোগে মিড ডে মিলে রন্ধন কর্মীদের জন্য টাকা বাড়ানো হলেও এ রাজ্যে সেটা হচ্ছে না।
২৯ শে জানুয়ারি শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এর প্রতিবাদে আন্দোলন নেমেছেন মিড ডে মিল কর্মীরা। ধর্মতলায় আসার পর সেখানে তাঁরা বেশ কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করেন। এর ফলে জহরলাল নেহেরু রোড, রানী রাসমণি রোড, এসএন ব্যানার্জি রোড, লেনিন সরণী, এসপ্ল্যানেড ইস্ট, এবং বেন্টিঙ্ক স্ট্রিট সহ বেশ কয়েকটি রাস্তা বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা।
তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে এসেছিলেন রন্ধন কর্মীরা তিনি উত্তরবঙ্গে থাকায় সেই জায়গায় দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন তাকেই ডেপুটেশন নিতে হবে। তা না হলে রাস্তার উপরেই বসে থাকবেন রন্ধন কর্মীরা। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠলেও আন্দোলন জারি থাকার কথা জানিয়েছে বিক্ষোভকারীরা।