নিউজ ডেস্ক: ১০ বছরের কারাদণ্ড পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। সাইফার মামলায় তাঁর পাশাপাশি পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের আদালত। মঙ্গলবার, পাকিস্তানের এক বিশেষ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই মামলার শুনানি হয়। প্রসঙ্গত, কিছু মাস আগে এই মামলায় ইমরান এবং শাহ মাহমুদ – দুজনকেই ১০ লক্ষ টাকার বন্ডে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর, ১১ জানুয়ারি পর্যন্ত বিশেষ আদালতের কার্যক্রম স্থখগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, অবশেষে তাদের দুজনকে জেলে পাঠানোর রায় দিল আদালত।
যদিও এই ঘটনায় ইমরান এবং শাহ মাহমুদ দুজনেই নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। তাঁদের অভিযোগ, এই মামলার পিছনে কিছু শক্তিশালী লোকজন রয়েছে, যারা তাঁদের এই মামলায় ফাঁসিয়ে দিয়েছে। উল্লেখ্য যে ইমরান খানের গোপন কূটনৈতিক তথ্যকে বলা হয় সাইফার। তাঁর বিরুদ্ধে একটি সাইফার ফাঁস করার অভিযোগ উঠেছে। ২০২২ সালের মার্চে, ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাস থেকে পাঠানো হয়েছিল ওই সাইফারটি। কিন্তু, ইমরান খান সেই তথ্য হারিয়ে ফেলেছিলেন বলে অভিযোগ। ইমরান খান এবং মাহমুদ খুরেশি, দুজনেই এই অভিযোগকে পাকিস্তানে পিটিআই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র বলে দাবি করেন। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরই, ইমরান এবং তাঁর সহকারীর বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।