নিউজ ডেস্ক: বাংলাদেশে জাতীয় সংসদে নির্বাচনে বিপুল ভোটে জয় আওয়ামী লিগের নেত্রী, শেখ হাসিনার। এই নিয়ে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রীর পদে বসলেন তিনি। আর এই জয়ের পর তাঁকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, বাংলাদেশের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই শেখ হাসিনাকে ফোন করেন মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তিনি নিজেই পোস্টে লিখেছেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বললাম। সংসদীয় নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানালাম। সফলভাবে ভোট আয়োজনের জন্য বাংলাদেশের মানুষকেও অভিনন্দন জানাই। বাংলাদেশের সম্পর্ককে আরও মজবুত করতে আমরা দায়বদ্ধ"।
প্রসঙ্গত, বাংলাদেশে জাতীয় সংসদে আসন সংখ্যা হলো ৩০০।রবিবার ভোট হয়েছিল ২৯৮টিতে। একটি আসনে প্রার্থীর মৃত্যু ও অন্যটি মনোনয়ন বাতিলের কারণে ভোট হয় ২৯৮ এ। ২২৫ আসনেই জিতেছে আওয়ামী লিগ