নিজস্ব সংবাদদাতা : এ রাজ্যে দিনরাত রাজ্য পুলিশের সাথে তাল মিলিয়ে পরিশ্রম করে চলেছে সিভিক ভলেন্টিয়াররা। কিন্তু কোনো জায়গায়, জনগণের বিক্ষোপের সম্মুখীন হলে অতি সহজে সাধারণ মানুষের নিশানায় আসে সিভিক ভলেন্টিয়াররা। ফলে অনেক সময় তাঁদের আহত হতে হয়েছে জনগণের হাতে। সেই সব ঝামেলা এড়াতে, এবার রাজ্য পুলিশের মতোই খাকি উর্দি পড়ার দাবি জানালেন সিভিক ভলেন্টিয়ার কর্মীরা। তাঁদের এই দাবির সাথে সহমত পেশ করেছেন স্টেট পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্তারা।
সূত্র অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই খবর পৌঁছাতে তিনি ও বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন। এমনকি খুব শীঘ্রই পুলিশ ডিরেক্টরেট থেকে নবান্নে লিখিত প্রস্তাব চলে যাবে বলে জানা গিয়েছে। সবকিছু ঠিক থাকলেই লোকসভা নির্বাচনের আগে সিভিক ভলেন্টিয়ারদের খাকি ইউনিফর্ম পড়ে দায়িত্বে দেখা যাবে।
Tags
WEST BENGAL