নিউজ ডেস্ক : এরাজ্যে বেশিরভাগ মানুষ সরকারি হাসপাতালে আউটডোরের উপর নির্ভরশীল। তবে এবার সরকারি হাসপাতালের আউটডোর খোলার বিষয়টি নিয়ে বিরাট কড়াকড়ি নিয়ম বের করলো স্বাস্থ্যদফতর।
বলা হয়েছে সমস্ত সরকারি হাসপাতালের বর্হিবিভাগ (OUTDOOR) খুলতে হবে সকাল ৯টার মধ্যে। এমনকি সকাল ৯টার মধ্যে আউটডোর খুলেছে, তা নোডাল অফিসারকে নিশ্চিত করতে হবে ৯টা বেজে ১৫মিনিটে । সরকারের নয়া নির্দেশিকায় বলা হয়েছে ৯টা ১৫ মিনিটের মধ্যেই একটি নির্দিষ্ট নম্বরে এসএমএস করে জানাতে হবে যে আউটডোর খুলে গিয়েছে। রবিবার ও ছুটির দিন ছাড়া বাকি সব দিনই এই নিয়ম জারি থাকবে।