নিউজ ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে আরও একবার কংগ্রেস সম্পর্কে মঙ্গলবার কালীঘাটে বীরভূম নিয়ে সাংগঠনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কংগ্রেস আসলে উল্টোপাল্টা আসন দাবি করে সিপিএম ও বিজেপির সুবিধা করে দিতে চায়।" যদিও এদিন ‘ভারত জড়ো ন্যয় যাত্রা’র মাঝে রাহুল গান্ধীর দাবি, তাঁর ও তাঁর দলের সঙ্গে মমতার সম্পর্ক খুব ভাল।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়র দাবি, জোট নাকি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সিপিএম। এমনকি এর জন্য তাঁকে অপমানিত হতে হচ্ছে। তিনি জানান, "আমরা ইন্ডিয়া জোটে আছি। আমি কংগ্রেসকে দুটো আসন ছাড়ব বলেছি। কিন্তু ওরা তিনটে, চারটে, দশটা, বারোটা যা খুশি বলছে। আমি দুটোর বেশি ছাড়ব না বলে দিলাম।” এই প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "এই নিয়ে আমাদের কোনও উৎসাহ নেই। আমরা চাই বাংলায় তৃণমূল, কংগ্রেস, সিপিএম ও আইএসএফ একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ুক।"