নিউজ ডেস্ক: বীরভূমের নাম গরুপাচারে জন্য প্রায় শোনা যায় নাম। কিন্তু এইবারে গরু পাচার নয় বরং হাতির দাঁত পাচারের সময় তিন পাচারকারী গ্রেফতার হল বনদফতরের আধিকারিকদের দ্বারা এবং উদ্ধার হয়েছে ১৫ কিলোগ্রাম ওজনের দুটি হাতির দাঁত।
ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটির। ধৃতদের নাম হল রবি রঞ্জন সাহা, সুখেন্দর মুর্মু ও শঙ্কর রায়। তাঁদের মধ্যে একজনের বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের এবং দুজনের বাড়ি ঝাড়খন্ডের পাকুর এলাকায়। পাচারের খবর গোপন সূত্রে গোয়েন্দারা আগেই পেয়েছিলেন। নলহাটির ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত একটি বেসরকারি হোটেলে হাতির দাঁত কেনা বেচা হচ্ছিল এমই অভিযোগ। বনদফতরের আধিকারিকরা অভিযান চালিয়ে তিন পাচারকারীকে গ্রেফতার করে।