ফের স্বপ্ন ভঙ্গ এফসি এশিয়ান কাপের গ্রুপ স্টেজেই


নিউজ ডেস্ক: এফসি এশিয়ান কাপের গ্রুপ লিগের তিন ম্যাচে পরপর হারের সামনা করতে হলো ভারতীয় ফুটবল দলের। এই গ্ৰুপ লিগের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর ৩টে ম্যাচ জিতে ৭ পয়েন্ট নিয়ে নক আউটে পৌঁছে গেল অস্ট্রেলিয়া যা সবাই আশা করেছিল। এমনকি উজবেকিস্তান ৫ পয়েন্ট নিয়ে ও সিরিয়া ৪ পয়েন্ট নিয়ে শেষ করলো কিন্তু ভারতের ঝুলিতে শুধুই শূন্যতা রয়ে গেলো। ২০১১ সালের মতো গ্রুপ লিগের তিনটে ম্যাচ হেরেই বিদায় নিতে হল সুনীলদের। ৭৫ মিনিট পর্যন্ত গোলের দরজায় পিঠ দিয়ে প্রাণপণে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় ডিফেন্ডাররা।  সন্দেশ ঝিঙ্ঘান ৪৬ মিনিটে মাঠ ছাড়তেই আশঙ্কা বাড়ছিল একটু একটু করে। গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, লেফটব্যাক শুভাশিস বসুরা কতক্ষণ সামলাবেন মাঠ। এশিয়ার সেরা ফুটবলার, সিরিয়ার ক্যাপ্টেন ওমর খারবিন গোল করে গেলেন ৭৬ মিনিটে। গত ১২ বছরে তিনবার এশিয়ান কাপ খেলার সুযোগ মিলল, কিন্তু তাও এখনো এগোতে পারলনা ভারতীয় দল। এদিন সিরিয়ার বিরুদ্ধে ম্যাচের স্কোর ০-১ নিয়ে ভারতীয় দল মাঠ ছাড়লো।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন