গুরুতর আহত বাম কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন তৃণমূল


নিউজ ডেস্ক:  রবিবার রানিগঞ্জের জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই ডিওয়াইএফআই  (DYFI) কর্মী। আশ্চর্যের ব্যাপার এই যে, বাম  কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন তৃণমূল জেলা সভাপতি। শুধু তাই নয়, হাসপাতালে দুই বামকর্মীর চিকিৎসার জন্য প্রাথমিক ভাবে টাকাও জমা করেন তৃণমূল নেতা।

সূত্রের খবর, গতকাল ১৯ নম্বর জাতীয় সড়কে বাইকে করে রানিগঞ্জ থেকে দুর্গাপুরের দিকে ফিরছিলেন গৌতম রুইদাস ও সঞ্জয় রুইদাস নামে দুই বাম কর্মী। সেই সময় একটি লরি তাঁদের বাইকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তাঁরা রাস্তায় ছিটকে পড়েন। এদিকে আসানসোলের নিঘা এলাকায় দলের রক্তদান কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন নরেন্দ্রনাথ। তাঁর মেয়ের কাছ থেকে খবর পেয়ে সেই সময় তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছান তিনি। ও বাম কর্মীদের উদ্ধার কার্যে তৎপর হন পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।   

পুলিশের অ্যাম্বুলেন্স শীঘ্রই সেখানে পৌঁছায়। ও  দুর্গাপুরের বিধাননগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে দুই যুবককে নিয়ে যাওয়া হয়। দুই বাম কর্মীর চিকিৎসার জন্য প্রাথমিক ভাবে ৫০ হাজার টাকাও দেন নরেন্দ্রনাথ চক্রবর্তী।  এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা জানান,"মেয়ের কাছে দুর্ঘটনার কথা জানতে পারি। এরপরই ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করি। পুলিশ খুবই সাহায্য করেছে। আহত গৌতমের অবস্থা এখন আশঙ্কাজনক। তাঁর দুই পা নষ্ট হয়ে গিয়েছে। তবে সঞ্জয়ের অবস্থা এখন স্থিতিশীল। আর এখানে দল দেখে রাজনীতি করার বিষয় আসছে না। মানুষ বিপদে পড়লে সবসময়ই পাশে থাকব।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন