নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যায় রামমন্দিরে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বেলা ১২টা ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা বেজে ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত মাহেন্দ্রক্ষণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন তিনি। পুষ্পাঞ্জলির দেওয়ার পর নিজে করলেন আরতি। সব শেষে রামের মূর্তির সামনে করলেন সাষ্টাঙ্গ প্রণাম।
উল্লেখ্য যে, কিছু দিন আগেই এক অডিও বার্তার মাধ্যমে তিনি জানান, প্রাণপ্রতিষ্ঠা পর্যন্ত উপবাস রাখবেন তিনি। সূত্রের খবর, এই কদিন শুধুমাত্র ডাবের জল খেয়ে ছিলেন তিনি। রাতে বিশ্রাম নিয়েছেন কম্বলের উপর। সোমবার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান শেষে উপবাস ভঙ্গ করেন তিনি। এমনকি রবিবার তামিলনাড়ুর রামেশ্বরমের রামনাথপুরম যান প্রধানমন্ত্রী। শনিবার তামিলনাড়ুর রঙ্গনাথস্বামী মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন অরুলমিগু রামনাথস্বামী মন্দিরও। আজ রামলালার কৃষ্ণশিলা মূর্তিতে চক্ষুদান করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন RSS প্রধান মোহন ভাগবত ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।