নিউজ ডেস্ক: টি-২০ ক্রিকেটে আলাদা আকাশ ছুঁয়েছেন ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব। ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে। যেখানে নাম রয়েছে সূর্যকুমার যাদবের। এই নিয়ে পরপর দু’বার আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কার পেলেন তিনি। ২০২২ সালের পর ফের ২০২৩ সালেও আইসিসির নিরিখে টি-২০ ক্রিকেটের সেরা ক্রিকেটার সূর্যকুমার।
উল্লেখ্য যে, ২০২৩ সালে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন সূর্যকুমার যাদব। তাতে ৭৩৩ রান করেছেন। তাঁর গড় ৪৮.৮৬ ও স্ট্রাইক রেট ১৫৫.৯৫। যদিও চোটের কারণে বর্তমানে মাঠ থেকে বাইরে আছেন তিনি। কিন্তু তাও যত শীঘ্রই সম্ভব তিনি আবারও মাঠে নামার ইচ্ছা রাখছেন।