একশো দিনের কাজের বকেয়ার ইস্য়ুতে কেন্দ্র ও রাজ্যের সচিব পর্যায়ের বৈঠক


 নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে একশো দিনের কাজের বকেয়া  দাবি সুর চড়িয়ে যাচ্ছে রাজ্য সরকার। আর এসবের মধ্যেই মঙ্গলবার বকেয়ার ইস্য়ুতে কেন্দ্র ও রাজ্যের সচিব পর্যায়ের বৈঠক হল। একশো দিনের কাজের ইস্যুতে  কেন্দ্রীয় সরকার অনিয়মের অভিযোগ তুলেছে। জানা যাচ্ছে, রাজ্যের তরফে বিষয়গুলি নিয়ে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, তা নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট তুলে ধরা হয়। একশো দিনের কাজের টাকার ইস্যুতে কেন্দ্রীয় সরকারের থেকে বকেয়ার কারণে, রাজ্যের সাধারণ গরিব মানুষরা সমস্যায় পড়ছেন, একথা বার বার বলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, সাধারণ মানুষ কীভাবে ‘বঞ্চিত’ হচ্ছেন, সে বিষয়ে একটি রিপোর্টও তুলে ধরা হয়েছে। 

প্রসঙ্গত, এ রাজ্যে একশো দিনের কাজের ক্ষেত্রে পরিস্থিতি কী রয়েছে, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল। দলগতভাবে দিল্লিতে গিয়েও আন্দোলন চালিয়েছে তৃণমূল শিবির। এসবের মধ্যেই দিল্লির বুকে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন