নিউজ ডেস্ক : বেসরকারি স্কুলের ফি বাড়ানোর আগে অনুমতি নিতে হবে শিক্ষা দফতরের। এমন কড়া নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। আরও জানা যাচ্ছে এবার থেকে বেসরকারি স্কুলের ফি বৃদ্ধির বিষয়টা খতিয়ে দেখবে শিক্ষা কমিশন। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, "বেসরকারি স্কুলগুলো কি এরপর নিজেদের টাকা ছাপাবে?"
প্রসঙ্গত উল্লেখ্য, ফি বৃদ্ধির প্রতিবাদে বিড়লা ভারতী গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তাঁদের দাবি, সে বছর স্কুলে ফি ৪৮ শতাংশ বৃদ্ধি করা হয়। সেই মামলায় বিচারপতি স্পষ্ট করে দেন যে বেসরকারি স্কুল নিজে থেকে যখন তখন ফি বাড়াতে পারবে না। এক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে।