নিউজ ডেস্ক: ১৮ জনুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির দ্বিতীয় বর্ষের এক দৃষ্টিহীন ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। যদিও জলপাইগুড়িতে দাদুর বাড়ি থেকে ছাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আর সেই ঘটনায় আবারও বিতর্কে জড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র ছাত্র এবং এক গবেষক। ওই দুই পড়ুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে মৃত ছাত্রীর পরিবার।
তাঁর পরিবারের অভিযোগ, ওই দুই ছাত্র জোর করে রেনেসাঁকে মাদকের নেশা ধরিয়েছিল। তা নিয়ে অবসাদে ছিলেন রেনেসাঁ। তারপরে ছাত্রীর মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় মাল থানায় অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রীর পরিবার। শুধু তাই নয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ও অভিযোগ জানিয়েছেন তারা।
ছাত্রীর বাবা বিশ্বজিৎ দাসের বক্তব্য, গত কয়েক মাস ধরে মেয়ের আচরন লক্ষ্য করছিলেন তারা। মেয়ে মাদকের নেশায় জড়িয়ে পড়েছে সেই আশঙ্কায় তারা তাকে বাড়িতে নিয়ে যান। শিলিগুড়িতেই মনোবিদের পরামর্শ নেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তাঁরা আরও জানায়, তারপরেও ওই দুই ছাত্র লাগাতার তাকে বিরক্ত করছিল। পরীক্ষা শেষে হলে রেনেসাঁ দাদুর বাড়িতে থাকতে চেয়েছিলেন। জানা গিয়েছে, তার মৃত্যুর আগেও এক অভিযুক্ত ফোন করেছিলেন তিনি। যদিও এই নিয়ে পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে তারা এই ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ ও করা হচ্ছে।