বেলেঘাটায় দুই বাসের সংঘর্ষে আহত ২৯ জন

  


নিউজ ডেস্ক: ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ঘটে গেলো কলকাতায়৷ মঙ্গলবার বিকেল ৪টে সময় করে বেলেঘাটা মেন রোডের কাছে একটি সরকারি বাসের সাথে একটি বেসরকারি বাসের সংঘর্ষ হয় ও ওই ঘটনায় আহত হন অন্তত ২৯ জন যাত্রী৷

প্রত্যক্ষদর্শীদের মতে, আজ বিকেল বেলা বেলেঘাটা মেন রোড ধরে ধর্মতলা থেকে ধামাখালিগামী বাস ও উল্টো দিক থেকে আসা বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে, দুটি বাসের ভিতরেই ছিটকে পড়েন যাত্রীরা৷ ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদের উদ্ধার করেন ও তাঁদের এনআরএস(NRS) মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷

 স্থানীয়দের দাবি, সরকারি বাসটির তীব্র গতির ফলেই এই দুর্ঘটনা ঘটেছে৷ বেলেঘাটা মেন রোডের মতো ছোট এবং জনবহুল রাস্তায় বাসের পাশাপাশি আরও অনেক যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করে। যার ফলে দুর্ঘটনা প্রায় লেগেই থাকে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন