নিউজ ডেস্ক : আগামী ২২ শে জানুয়ারি মহারাষ্ট্র সরকার রামমন্দির প্রতিষ্ঠার দিন ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায় করেছে চারজন আইনের ছাত্র। যদিও রবিবার বোম্বে হাইকোর্ট সেই জনস্বার্থ মামলা খারিজ করে দেয়। আজ হাইকোর্টে স্পেশাল সিটিংয়ে বিচারপতি জিএস কুলকার্নি ও নীলা গোখেল জানান, "এই জনস্বার্থ মামলা পুরোটাই একটা প্রচারমুখী ব্যাপার। আর আদালতের অবস্থান হল যখন কোনও ছুটির ব্যাপার থাকে সেটা পুুরোপুরি সরকারের নীতির উপর নির্ভর করে।"
আদালত আরও জানায়, "এই পিটিশন উপযুক্ত তথ্য সমৃদ্ধ নয়। মনে হচ্ছে এই আবেদন পুরোপুরি রাজনৈতিক উদ্দেশের জন্য করা হয়েছে। এটা বিশ্বাস করতে আমাদের কষ্ট হচ্ছে যে আইনের ছাত্ররা এই পেশাতে আসতে চাইছেন তারা এই ধরনের পিটিশন করতে পারেন। এটা নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই যে এই পিটিশন বিশেষ কারণে করা হয়েছে। কোর্টের পর্যবেক্ষণ আবেদনকারী ১৯৬৮ সালের কেন্দ্রীয় সরকারের একটি নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করেছে যেখানে কেন্দ্র সরকারকে এই ধরনের ছুটি দেওয়ার অধিকার দিয়েছিল। নোটিফিকেশনে সরকার বলেছিল ২২ জানুয়ারি রামমন্দির প্রাণ প্রতিষ্ঠার দিন ছুটি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু ১৯৬৮ সালের যে নোটিফিকেশন রয়েছে সেখানে রাজ্য সরকারকে এই ধরনের ছুটি দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। আমরা মামলাকারীদের সতর্ক করে দিচ্ছি এই ধরনের আবেদন করার ক্ষেত্রে তারা যেন আরও সতর্ক হয়ে পা ফেলেন।"