নিউজ ডেস্ক: সুপার কাপে আজ মুখোমুখি হয় মোহনবাগান সুপার জায়ান্ট ও হায়দরাবাদ এফসি। ম্যাচের শুরুতে যদিও পিছিয়ে ছিল মোহনবাগান। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় জয় তুলে নিল মোহনবাগান
তাঁরা। এই জয়ের ফলে পর পর দু-ম্যাচ জিতে অনেকটাই স্বস্তি পাবে। এদিন ম্যাচ শুরুর মাত্র ৭ মিনিটে ডিফেন্সের ভুলে গোল খায় মোহনবাগান। সহজ গোলের সুযোগ মিস করেননি হায়দ্রাবাদের ছাংতে। ম্যাচের শুরুতেই গোল খেয়ে চাপে পড়ে যায় সবুজ-মেরুন। এরপরেই মোহনবাগান মরিয়া হয়ে ওঠে ম্যাচে ফেরার। প্রথম ইনিংসে গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি ভালো সুযোগ মিস করে দেয় সুহেল। এরপর মোহনবাগান অনবরত আক্রমণ চালিয়ে যায় ও ম্যাচের ৮৭ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে গোল করে জেরেমি। ১-১ হওয়ার পর মার্ক জো বোমাসকে অবৈধ ট্যাকল করার ফলে পেনাল্টি দেন রেফারি। ও সেই সুযোগ হাতছাড়া হতে দেয়নি মোহনবাগান। পেনাল্টি থেকে মোহনবাগানের পক্ষে স্কোরলাইন ২-১ করেন দিমিত্রি পেত্রাতোস।