নিউজ ডেস্ক: ভগবতীপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ। রক্তদান শিবিরে প্রায় ২০০ ষাট জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান রক্তদান করেন। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে লম্বা লাইন দেখা যায় প্রায় পাঁচ হাজার কম্বল বিতরণ করা হয়। ভগবতীপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ নুসরাত জাহান ছাড়াও হুগলি জেলা পরিষদের কর্মদক্ষ সুবীর মুখার্জি জেলা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং ও চন্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ সহ-সভাপতি সনৎ মহাশয় কর্মদক্ষ শেখ মোশারফ সাহেব কর্মদক্ষ শেখ মইদুল ইসলাম ছাড় ও ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ জিয়াউর রহমান অন্যান্য সদস্যবৃন্দ ভগবতীপুর অঞ্চলের প্রাক্তন সদস্য শেখ হায়দার আলী । ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম বিশিষ্ট গুণীজনেরা।
পতাকা উত্তোলন করেন চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ, মহাশয় এই দিন তৃণমূল কংগ্রেসের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয। বসিরহাটের সাংসদ নুসরাত জাহান বলেন কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ কে সর্ব দিক দিয়ে বঞ্চনা করছে তার জবাব 2024 লোকসভা নির্বাচনে বাংলার মানুষ জবাব দেবেন। নুসরাত জাহানের খেলা হবে খেলা হবে স্লোগানে মঞ্চ থেকে শুরু করে জনসমুদ্র আজ উত্তাল হয়ে ওঠে ভগবতীপুর আর কে এন মোল্লার চক প্রাইমারি বিদ্যালয় প্রাঙ্গণ। এই দিনের অনুষ্ঠানে ভগবতীপুর তৃণমূল আরো অন্যান্য সৈনিক এছাড় ভগবতীপুর তৃণমূল কংগ্রেসের সৈনিক আনন্দে আত্মহারা কারণ বছর ২৩ বছরে এ ভাগবতীপুর রক্ত তো হয়নি এছাড়া বিশিষ্ট গুণীজনের উপস্থিতি সকলে ভীষণ আপ্লুত।
বলাবাহুল্য টপ টু বটম বিশিষ্ট গুণীজনেরা ব্যাচ উত্তরীয় পুষ্পস্তক এবং মোমেন্টো প্রদান করে সম্মান জানানো হয়। চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত কর্মদক্ষ শেখ মইদুল ইসলাম চন্ডীতলা থানার ওসি এবং সমস্তঅফিসার থেকে শুরু করে সমস্ত অফিসার বৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়েছে পাশাপাশি তিনি উপস্থিত কচিকাঁচা থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই মহতি রক্তদান শিবির অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।