নিউজ ডেস্ক: রেলের পরিবেশ আবর্জনামুক্ত ও পরিষ্কার রাখতে আরও সচেতন হলো ভারতীয় রেল। ট্রেনের মধ্যে প্রায় পান-গুটখার পিক ফেলেন যাত্রীরা। যা পরিষ্কার করতে রেলের খরচ হয়েছে ১২০০ কোটি টাকা। শুধু তাই নয় খরচের পাশাপাশি সৌন্দর্য হারিয়ে যায় ট্রেন গুলির। যার ফলে আরও কঠোর হচ্ছে রেল। যদিও অনেক আগে থেকে ট্রেনর বাইরে বা স্টেশনে আবর্জনা ফেললে, যাত্রীডের জন্য কড়া শাস্তি ছিল। সম্প্রতি আবার ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের তরফে এই নিয়ে নির্দেশ জারি করা হয়েছে।
রেলের নতুন নির্দেশে বলা হয়েছে স্টেশন ও ট্রেন পরিষ্কার রাখা বাঁধতামূলক। যে কোনো আবর্জনা ফেলতে হবে নির্দিষ্ট ডাস্টবিনেই। এবার থেকে স্টেশনে বা চলন্ত ট্রেন থেকে খাবারের প্যাকেট বা আবর্জনা ফেললে শুধু জরিমানা নয়, এর পাশাপাশি এবার রেল আইনের ১৪৫(সি) ধারায় গ্রেফতার করা হবে ওই যাত্রীকে। ৫০০ টাকা অবধি জরিমানা এবং সর্বাধিক ৬ মাস অবধি জেল হতে পারে।
এমনকি রেল স্টেশন পরিষ্কার পরিছন্ন রাখার জন্য তৈরি করা হচ্ছে ‘ফ্লায়িং স্কোয়াড’ যারা স্টেশনে স্টেশনে ঘুরে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে কড়া নজর রাখবে। ফলে এবার থেকে স্টেশন বা ট্রেনে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে সকল যাত্রীদের।