নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে দলের হাল ধরতে বুধবার থেকে শুরু হলো তৃণমূলের জেলাওয়াড়ি বৈঠক। একদিকে ভোটের আগে লেগে রয়েছে নবীন-প্রবীণ দ্বন্দ্ব, তার উপরে আবার বিরোধী দলে যোগ দিচ্ছে বহু তৃণমূলেরকর্মী। এইসবের মাঝেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ডাকেন। সাথে ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, জুন মালিয়া, মানস ভুঁইয়্যা, শিউলি সাহারা। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার নেতারা রয়েছেন এই বৈঠকে।
সূত্রের খবর অনুযায়ী, এদিন বিভিন্ন জেলার নেতাদের দলীয় নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে ও বার্তা দেওয়া হয়েছে দল যেভাবে চলতে বলবে, সেভাবেই চলতে হবে। সূত্রের খবর আরও ৫-৬টি অত্যন্ত জরুরি বৈঠক হবে কালীঘাটে। সেই বৈঠকগুলিতে থাকবেন স্বয়ং মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।